বাংলা৭১নিউজ, ডেস্ক: দক্ষিন সুদানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা রিক মাচার প্রতিবেশী দেশ কঙ্গোতে পালিয়ে গেছেন। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় দক্ষিন সুদানের রাজধানী জুবায় সেনাবাহিনীর সঙ্গে নিজের সমর্থকদের সংঘর্ষের পর সেখান থেকে সরে যান মাচার।
কঙ্গোয় নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কর্মকর্তারা বুধবার সেখানে মাচারের অবস্থান সম্পর্কে জানতে পারেন। এরপরই মাচারকে তার অবস্থান থেকে বের করে আনার ব্যাপারে কঙ্গো সরকারের প্রতি আহ্বান জানায় শান্তিরক্ষা মিশন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মুখপাত্র ফারহান হক বলেন, ‘ রিক মাচারকে কঙ্গো সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে আমরা তার অবস্থান নিশ্চিত করার মতো পরিস্থিতিতে নেই।’
কঙ্গো সরকারের মুখপাত্র ল্যাম্বার্ট মেন্দি অবশ্য দক্ষিণ সুদানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টকে কোনোরকম সহযোগিতার বিষয়টি অস্বীকার করেছে।
এর আগে সুদান পিপল’স লিবারেশ মুভমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার মাচার এই অঞ্চলের নিরাপদ একটি দেশে আশ্রয় নিয়েছেন।
প্রসঙ্গত, প্রায় দুই বছর গৃহযুদ্ধের পর গত বছরের আগস্টে প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে শান্তি চুক্তি হয় মাচার বাহিনীর। এই চুক্তির আওতায় গত এপ্রিলে রাজধানী জুমায় ফেরেন মাচার এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু গত মাসের শেষ দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে মাচার ও কির বাহিনী।
বাংলা৭১নিউজ/সিএইস