বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: চুয়াডাঙ্গার আকাশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে পারে। টানা শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে চুয়াডাঙ্গাবাসী।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুরু হয়েছে এ বৃষ্টি। শুক্রবার সকালে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টির দেখা মিলেছে।
হঠাৎ বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শীত ও বৃষ্টির অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যহত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেনা কেউ।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষনাগারের পর্যবেক্ষক সামাদুল হক জানান, বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। কয়েকদিনের মধ্যে একটি টানা শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এমএম