রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

৫ বছরে সিরিয়ায় প্রায় ১৮ হাজার কারাবন্দির মৃত্যু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়ায় ২০১১ থেকে ২০১৫- এই পাঁচ বছরে সরকারি হেফাজতে প্রায় ১৮ হাজার বন্দির মৃত্যু হয়েছে। এ ছাড়া কারাবন্দিদের পেটানো ও ধর্ষণের মতো নির্যাতনের ঘটনা ঘটেছে।

আজ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

অ্যামনেস্টি জানিয়েছে, তারা ৬৫ জন নির্যাতিতের সাক্ষাৎকারসহ একটি প্রতিবেদন তৈরি করেছে, যেখানে কারাবন্দিদের নির্যাতনের এ তথ্য উঠে এসেছে। ওই ৬৫ নির্যাতিত ব্যক্তি কারাগারগুলোতে নির্যাতন ও অবমূল্যায়নের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন।

এ নির্যাতন বন্ধের জন্য দামেস্ককে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

‘ইট ব্রেকস দ্য হিউম্যান’ : টর্চার, ডিজিজ অ্যান্ড ডেথ ইন সিরিয়া’স প্রিজনস নামের অ্যামনেস্টির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সিরিয়ার কারাগারে ১৭ হাজার ৭২৩ জনের বেশি লোক মারা গেছে। সে হিসাবে, প্রতিদিন প্রায় ১০ জনের মতো এবং মাসে ৩০০ এর বেশি লোক মারা গেছে।

বন্দিদের কারাগারে পৌঁছানোর পর থেকেই প্রচণ্ড মারধরের শিকার হতে হয় এবং এই নির্যাতন সিরিয়ার কারাগারগুলোতে ‘ওয়েলকাম পার্টি’ নামে পরিচিত।

কারাগারগুলোতে ‘নিরাপত্তা তল্লাশির’ নামে পুরুষ গার্ডরা নারী বন্দিদের ধর্ষণ ও যৌন নির্যাতন করে বলে জানায় অ্যামনেস্টি।

সামির নামের প্রাক্তন এক কারাবন্দি অ্যামনেস্টিকে বলেন, ‘আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হতো। তারা চাইত, আমাদের সঙ্গে যতটা সম্ভব অমানবিক আচরণ করতে। আমি রক্ত দেখেছি, নদীর মতো…আমি কখনোই ভাবতে পারিনি মনুষ্যত্ব এতটা নিচে নামতে পারে। যখন-তখন কারাবন্দিদের হত্যা করতে তাদের (কারারক্ষী) কোনো সমস্যাই ছিল না।’

জিয়াদ নামের আরেকজন বলেন, ‘তারা (কারারক্ষী) হত্যার পর মৃত ব্যক্তিদের লাথি মেরে দেখত, তাদের দেহে প্রাণ আছি কি না।’

অ্যামনেস্টি ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, সিরিয়ায় কারাবন্দি নির্যাতনের এই ঘটনা বিশ্বসম্প্রদায়ের গুরুত্বসহকারে দেখা উচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার, কারণ এ দেশ দুটি সিরিয়ায় শান্তি আলোচনায় নেতৃত্ব দিচ্ছে।

তথ্যসূত্র : বিবিসি

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com