শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: জামায়াত আমির রাজধানীতে ‘হট্টগোল শিশু উৎসব’ শুরু ৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ১৬৩টি, জমা ৩৮৬ কোটি ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ, আহত ২১

হন্ডুরাসকে উড়িয়ে দিয়ে ফাইনালে ব্রাজিল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: শক্তিমত্তায় হন্ডুরাস নিঃসন্দেহে ব্রাজিলের চেয়ে পিছিয়ে ছিল। কিন্তু তাই বলে হন্ডুরাসকে কেউ খাটো করে দেখার সাহস পায়নি।

পাবে কী করে! এই দলটি যে সেমিফাইনালে এসেছে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে। আর যাই হোক তাদের বিপক্ষে জয় পেতে ব্রাজিলকে ঘাম ঝরাতে হবে বলেই অনেকের ধারণা ছিল।

কিন্তু কীসের কী? ব্রাজিলের বিপক্ষে তারা রীতিমতো নাস্তানাবুদ। তাদেরকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। নেইমারের এক গোল ও গ্যাব্রিয়েল জেসাসের জোড়া গোলে ভর করে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সেলেকাওরা।

দ্বিতীয়াধে আরো তিনিট গোল করে নেইমাররা। তাতে ৬-০ গোলে বিধ্বস্ত হয় হন্ডুরাস। দ্বিতীয়াধের অন্তিম মুহূর্তে নেইমার তার জোড়া গোল পূর্ণ করেন। এ ছাড়া মারকুইনহোস ও লুনা একটি করে গোল করেন।

বুধবার রাতে ম্যাচ শুরুর ১৪ সেকেন্ডের মধ্যে নেইমার গোল করে বসেন। তাকে গোলে সহায়তা করেন জনি প্যালাসিও। এ সময় হন্ডুরাসের ডি বক্সের মধ্যে নেইমার বল পেয়ে যান। তাকে রুখতে এগিয়ে আসেন হন্ডুরাসের গোলরক্ষক লুইস লোপেজ। কিন্তু নেইমার তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসাস। তাকে গোলে সহায়তা করেন লুয়ান। এরপর ৩৫ মিনিটের মাথায় নেইমারের থ্রো থেকে বল পেয়ে যান জেসাস। এবারও তিনি বল জালে জড়িয়ে দেন। আর ব্রাজিল সমর্থকদের উল্লাসে ভাসান।

নেইমারের এক গোল ও জেসাসের জোড়া গোলে ভর করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় ব্রাজিল। বিরতির পর ৫১ মিনিটের মাথায় নেইমারের নেওয়া কর্নার কিক থেকে গোল আদায় করে নেন মারকুইনহোস। তাতে ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৭৯ মিনিটে ফিলিপে অ্যান্ডারসনের সহায়তায় লুনা গোলের দেখা পেলে ব্যবধান হয় ৫-০। আর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন অধিনায়ক নেইমার।

অলিম্পিক ফুটবলের ফাইনালে স্বর্ণ জয়ের লক্ষ্যে নাইজেরিয়া অথবা জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com