বাংলা৭১নিউজ,ঢাকা: হত্যা-নির্যাতনের মাধ্যমে নয়, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেলের আয়োজনে খুন, গুম ও নিগ্রহের শিকার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘সত্যিকার অর্থে আজকে এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। যেটা আমরা বারবার বলেছি, এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে জঙ্গিবাদকে দমন করা সম্ভব হবে না, তাকে প্রতিহত প্রতিরোধ করা সম্ভব হবে না। আজকে এ কথা প্রমাণিত হয়ে গেছে, আজকে যদি জঙ্গিবাদকে প্রতিরোধ করতে হয়, সন্ত্রাসকে প্রতিরোধ করতে হয় তাহলে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে টিকিয়ে রাখতে চায় বলেই জঙ্গিবাদ দমনে খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া দেয়নি।’
অনুষ্ঠানে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা বক্তব্য দেন। পরে গুম, খুন ও নির্যাতনের শিকার ছাত্রদল নেতা সেলিম রেজা, মো. চঞ্চল, ফিরোজ খান, গোলাম রাব্বানি ও মো. আকরামের পরিবারকে নগদ অর্থ সহায়তা তুলে দেন বিএনপির মহাসচিব।
অনুষ্ঠানে নিখোঁজ ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টু, মো. চঞ্চল, ফিরোজ খান কালু, নিহত ছাত্রদল নেতা গোলাম রাব্বানী ও আহত ছাত্রদল নেতা মো. আকরামের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইন-বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইমলাম, তথ্য ও গবেষণা-বিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএইস