বাংলা৭১নিউজ,ডেস্ক: চীনের ল্যাপটপ নির্মাতা কোম্পানি ম্যাজিক বেন সম্প্রতি নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ। যার নাম ম্যাগ-১।
এই ল্যাপটপের মাপ ২০.৭×১৪.৬×১.৮ সেন্টিমিটার এবং ওজন ৭০০ গ্রামেরও কম। এই নতুন ল্যাপটপে রয়েছে ফুল সাইজ ইউএসবি ৩.০ পোর্ট, টাইপ-সি কানেক্টর, মাইক্রো এসডি কার্ড রিডার, অডিও সকেট এবং মাইক্রো এইচডিএমআই পোর্ট।
এছাড়াও রয়েছে স্টাইলাস পেন সাপোর্ট, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং একটি খালি এম.২ পোর্ট। ম্যাজিক বেন ল্যাপটপটির দাম রেখেছে ৭৯০ মার্কিন ডলার।
বাংলা৭১নিউজ/সি এইস