বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কে বা কারা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে ককটেলটি পুরোপুরি বিস্ফোরিত হয়নি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পৌনে ১১টার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেলটি অর্ধেক বিস্ফোরিত হয় এবং হালকা শব্দ হয়। পরে পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। কারা করতে পারে সে বিষয়ে আমরা অনুসন্ধান করবো।
বাংলা৭১নিউজ/এমএস