বাংলা৭১নিউজ, ঢাকা: রাজস্ব প্রশাসনে ১০৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
কর প্রশাসনে অধিকতর গতিশীলতা, করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি, সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় তাদের রদবদল করা হয়েছে।
সোমবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩) খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা৭১নিউজকে বিষয়টি জানান।
প্রজ্ঞাপন অনুযায়ী সহকারী রাজস্ব কর্মকর্তা অমল গোবিন্দ বৈষ্ণবকে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট থেকে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, সাজ্জাদ হোসেনকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, আল-আমিনকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, আক্তার হোসাইনকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, সুষমা রানী হালদারকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, এমাদুল হককে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট থেকে শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে, মুসা মো. হাসান আকতার সিদ্দিকীকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে,
মো. জমির হোসেনকে বেনাপোল কাস্টম হাউস থেকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. মনিরুজ্জামান মিয়াকে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. আমিনুল ইসলামকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. আমিনুল ইসলামকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মোসা. আফরোজা খাতুনকে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, লস্কর মো. সোয়েব ইমরানকে ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে,
শেখ মো. হারুনুর রশিদকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, অখিল চন্দ্র বর্ণনকে ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. বেলাল উদ্দিনকে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মুহাম্মদ মামুন মিয়াকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. আবদুল কুদ্দুসকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটেসহ ১০৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস