বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার মামলার পর গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার গভীর রাতে উপজেলার শশীদল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার এক নারী স্বামীকে নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
শনিবার রাতে তারা শশীদল রেলস্টেশনে নামেন। সেখানে স্টেশনসংলগ্ন নাসির মিয়ার দোকানে তারা চা পান করেন। বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতার সূত্র ধরে চা দোকানি নাসির মিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। তাদের মধ্যে দূর সম্পর্কের আত্মীয়ের সম্পর্কও বের হয়।
রাত গভীর হয়ে যাওয়ায় চা দোকানি নাসির দম্পতিকে রাতে তার বাড়িতে বিশ্রাম নিয়ে যেতে প্রস্তাব দেয়। দম্পতি তাতে রাজি হয়ে যান। বাড়িতে নিয়ে গিয়ে নাসির তাদের আপ্যায়নও করেন। রাত গভীর হলে কয়েকজন সহযোগী নিয়ে নাসির ওই নারীর স্বামীর হাত-পা বেঁধে ফেলেন।
এর পর স্ত্রীকে বাড়ির পাশে একটি জমিতে নেয়া হয়। সেখানে তাকে গণধর্ষণের প্রস্তুতি নেয়া হয়। এ সময় লাবু মিয়া নামে একজন তাকে নিপীড়নও করেন।
পরে প্রথমে স্বামী চিৎকার করলে সঙ্গে স্ত্রীও চিৎকার করতে থাকেন। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে ধর্ষকচক্র পালিয়ে যায়।
রোববার দুপুরে ওই দম্পত্তি থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অভিযান শুরু করে। রাতে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় শশীদল গ্রামের অভিযুক্ত চা দোকানি নাসির, লাবু, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন ও জমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/বিআর