বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আধুনিক মোটরসাইকেল গ্যারেজ নির্মাণের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। রোববার (২২ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং সাবেক সভাপতি ইলিয়াস হোসেনের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ মো. শফিকুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল ও কার্যনির্বাহী সম্পাদক এস এম মিজান উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এইউএ