বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে মাদক সেবনে নিষেধ করায় পুকুরে বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে মৎস্য নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে মোস্তাফিজার রহমান নামে এক মৎস্য চাষি বাদী হয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোস্তাফিজার রহমান জানান, রহিমাবাদ মৌজায় প্রায় এক বিঘা পুকুর লিজ নিয়ে তিন বছর যাবদ বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করে আসছেন। এমতাবস্থায় সোমবার গভীর রাতে কে বা কারা পুকুরে বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের মাছ মেরে ফেলেছে। গত বছর গভীর রাতে মাছ চুরি হয়ে যাওয়ায় এ বছর পুকুরের চারপাশে নেট জাল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে।
মোস্তাফিজার রহমান আরো জানান, প্রায় প্রতিরাতেই স্থানীয় কিছু ছেলে পুকুর পাড় এলাকায় মাদক সেবন করে আসছে। কয়েকদিন আগে মাদক সেবন করতে নিষেধ করায় তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর জের ধরেই পুকুরে বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
থানার ওসি আজিম উদ্দীন জানান, বিষয়টি জেনেছেন। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এইচএ