বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোস্তাফিজুর রহমান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টায় শহরের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এলাকায় ঈশ্বরদী-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান বেড়া উপজেলার আমিনপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে মোস্তাফিজুর মোটরসাইকেলে করে পাবনা-ঈশ্বরদী সড়কের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শহরের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে দাশুড়িয়া-ঈশ্বরদী অভিমুখি অটোরিকশা ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মোস্তাফিজুর রহমান নিহত হন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিষযটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
বাংলা৭১নিউজ/এমএস