বাংলা৭১নিউজ,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে আট লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী এ সংস্থার দাবি- উদ্ধারকৃত ইয়াবার চালানটি চলতি বছরের সবচেয়ে বড় চালান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার র্যাব-৭ এর চট্টগ্রাম জোন।
গ্রেফতার চারজন হলেন- নুর আলম ওরফে নুর হাফেজ (৩০), মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) এবং সৈয়দ আলম কালু (৪৫)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, ইয়াবা ব্যবসায়ী নুর হাফেজের নেতৃত্বে টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবার এ চালানটি বাংলাদেশে আনা হয়। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও রোহিঙ্গা নাগরিক আবদুল হাকিম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। ভোরে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি দেশি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/আর এইচ