বাংলা৭১নিউজ,মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের সরকারি কলেজ সড়কে স্থানীয় আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইফতেখার হোসেন অংকুরকে (২১) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম এ হামলার জন্যে ছাত্রলীগকে দায়ী করেছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৮টার দিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি মিছিল নিয়ে তারা মাগুরা সরকারি কলেজ সড়ক অতিক্রম করছিলেন। মিছিলটি অগ্রণী ব্যাংক এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতকর্মীরা হামলা চালিয়ে অংকুরকে কুপিয়ে জখম করে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা ছাত্রদলের মিছিলে হামলার বিষয়টি অস্বিকার করেছেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। শহরে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সি এইস