বাংলা৭১নিউজ,আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত তিন শ্রমিক। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
আজ সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ন্যাচারাল ভিলেজ স্যোয়েটার লিমিটেড নামে পোশাক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
সোয়েটার কারখানার এক শ্রমিক বলেন, প্রতিদিনের মতোই সকালে তারা কারখানার কাজে যোগ দেন। কাজে যোগ দেয়ার পর বিদ্যুৎ চলে যায়। তারপর হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারলেও হতাহতদের পরিচয় ও বিস্তারিত জানাতে পারেননি।
বাংলা৭১নিউজ/এসএম