বাংলা৭১নিউজ,ঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক আরও জোরদার করা হবে বলেও জানান হর্ষ বর্ধন শ্রিংলা।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিলো। ভারত থেকে কাঁচামাল আমদানি করা হয়। বাংলাদেশ থেকেও ভারতে পণ্য রফতানির চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এসএইস