বাংলা৭১নিউজ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব্রিজের র্যালি ভেঙে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে বিলে পড়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার শ্যালক নিহত হয়েছেন।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার রায়মনি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম ফুলবাড়িয়া থানার এএসআই ছিলেন। তিনি ঢাকার যাত্রাবাড়ীর আবদুল কাদের সিকদারের ছেলে। শ্যালক জাহিদের বাড়ি ভালুকা পৌরসভায়।
উপজেলার রায়মনি নামকস্থানে ব্রিজের র্যালিং ভেঙে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে বিলের পানিতে পড়ে ডুবে যায়।
পরে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসকর্মীরা পানিতে আটকে থাকা এএসআই আমিরুল ইসলামের ও তার শ্যালক জাহিদের মরদেহ এবং প্রাইভেটকার উদ্ধার করে।
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুনিম সারুয়ার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সি এইস