বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় জুলহাস (৭) নামের প্রথম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার সময় পাবনা-বগুড়া মহাসড়কের পুন্ডুরিয়া ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। জুলহাস সাঁথিয়া করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া পূর্বপাড়া গ্রামের কালাম ফকিরের ছেলে। সে পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও পরিবারসূত্রে জানায়, শনিবার সকাল ৭টার সময় জুলহাস তার মায়ের সাথে পাবনা-বগুড়া মহাসড়কের পুন্ডুরিয়া ব্রিজসংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এ সময় বেড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রোমিও নামক একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করমজা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মেম্বার রজব আলী মুন্সী এ ঘটনা নিশ্চিত করেন। ছোট্ট শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা৭১নিউজ/এমএস