বাংলা৭১নিউজ,ডেস্ক: আজ ৯ আগস্ট, “বিশ্ব আদিবাসী দিবস”। যদিও বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। নানা প্রতিকূলতায় অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত আদিবাসী জনগোষ্ঠী। সীমাবদ্ধতার বেড়াজালে ক্রমশ সংকীর্ণ হচ্ছে ভাষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রগুলো।
এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, অস্তিত্ব ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি আদিবাসীদের সংগঠিত হওয়া জরুরি। আর প্রশাসনের কর্মকর্তাদের দাবি, তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে।
আদিবাসীদের পরিচয়, অধিকার, ভাষা, সংস্কৃতি এ ঐহিত্য রক্ষায় সারাবিশ্বে, ১৯৯৫ সাল থেকে ৯ আগস্ট পালিত হচ্ছে ‘বিশ্ব আদিবাসী দিবস’। যদিও বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইস