শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫ মামলায় গ্রেফতার ১০০ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল

বাড়িতে ঢুকে মা, দুই ছেলে ও স্ত্রীকে কুপিয়ে জখম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি: জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ঈশ্বরদীতে বাড়িতে ঢুকে সশস্ত্র হামলা চালিয়ে মা, দুই ছেলে ও ছেলের স্ত্রীকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে। আহত দুই ছেলেকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার ঈশ্বরদী উপজেলার মানিক নগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানিকনগর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের সঙ্গে একই এলাকার আলম মালিথার জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার সকালে আলম মালিথা ও তার ভাই লতিফ মালিথার নেতৃত্বে ১৫-২০ জন বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রহমানের মুরগির খামারে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। সেসময় আব্দুর রহমানের দুই ছেলে শুক চাঁদ (৪০) ও জসিম (৩৫) তাদের বাধা দিলে তারা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন।

খবর পেয়ে তাদের মা মোছা. সেলিনা খাতুন ও পুত্রবধূ মোছা. আরজিনা খাতুন এগিয়ে এলে তাদেরকেও মারপিট ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। শুক চাঁদ ও জসিমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় বাবা আব্দুর রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ৪-৫ জন অজ্ঞাতনামাসহ মোট ২০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা করেছেন।

ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান জানান, জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকেই আলম মালিথার সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

তার দুই ছেলের জীবন সংকটাপন্ন জানিয়ে তিনি বলেন, মাথায় যে ধরনের কোপ মেরে জখম করা হয়েছে তাতে প্রাণে বেঁচে গেলেও স্মৃতিশক্তি ঠিক থাকবে বলে মনে হয় না। হামলার সময় তারা ব্যাপাক তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা রুজু করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে।

বাংলা৭১নিউজ/পিআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com