রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার

র‌্যাবের হালনাগাদ তালিকায় নিখোঁজ ৭০

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঘরছাড়া তরুণ-যুবকদের জঙ্গিবাদে জড়ানোর তথ্য বেরিয়ে আসার পর সারাদেশে নিখোঁজদের যে তালিকা র‌্যাব করেছিল, তা আবারও হালনাগাদ করা হয়েছে।

সোমবার মধ্যরাতে র‌্যাবের ফেইসবুক পৃষ্ঠায় হালনাগাদ এই তালিকায় এসেছে মোট ৭০ জনের নাম, তাদের মধ্যে ৫৮ জনের ছবিও প্রকাশ করা হয়েছে।

গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় জড়িতদের সবাই দীর্ঘদিন বাড়ি ছেড়ে নিরুদ্দেশ ছিলেন- এমন তথ্য আসার পর কর্তৃপক্ষ প্রথমে দশজনের এবং পরে আরও সাতজনের দুটি তালিকা প্রকাশ করে।

এরপর গত ২০ জুলাই র‌্যাবের পক্ষ থেকে ২৬১ জনের একটি তালিকা দেওয়া হয়। গণমাধ্যমের অনুসন্ধানে এদের অনেকেরই সন্ধান পাওয়া যায়। এদের কেউ কর্মস্থলে, কেউ বাড়িতে, আবার কাউকে কারাগারেও পাওয়া যায়।

ওই তালিকা সংশোধন করে ২৫ জুলাই ৬৮ জনের হালনাগাদ তালিকা প্রকাশ করা হয় র‌্যাবের পক্ষ থেকে। সেই তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে নতুন আরও পাঁচজনের নাম যোগ করে সোমবার এল ৭০ জনের সর্বশেষ তালিকা।

পুরনো তালিকার ঢাকার বসুন্ধরা এলাকার তৌহিদ রউফের ছেলে শেজাদ রউফ অর্ক গত ২৬ জুলাই কল্যাণপুরের জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন। তার নাম নতুন তালিকায় রাখা হয়নি।

এছাড়া পুরনো তালিকায় বরিশালের (বর্তমানে মালয়শিয়া) মেহেদীগঞ্জের রহিম শাহ ছেলে জুবায়ের হোসেন ফারুক (২১) ও কোতয়ালীর মোহবুবুর রহমানের মো. ইকবাল হোসেনের (২০) নাম নতুন তালিকায় নেই।

র‌্যাব বলছে, নিখোঁজ ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসেন অথবা তালিকার বাইরের কারও নিখোঁজ থাকার কথা কারও জানা থাকে তাহলে ০১৭৭৭৭২০০৭৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ যারা

নতুন তালিকার ৬৫ জনের নাম আগের তালিকাতেও ছিল। এরা হলেন-

গাজীপুরের আব্দুস সোবহানের ছেলে মো. মহিবুর রহমান (৩০), গুলশানের মৃত মেজর ওয়াসিকুর আহমদের ছেলে ডা. আরাফাত হোসেন তুষার, নীলক্ষেতের মৃত সফিউর রহমানে ছেলে তাহমিদ রহমান সাফি (৩০), আদাবরের মো. রওশন আলী খাঁনের ছেলে খাঁন মো. মাহমুদুল আহসান রাতুল (২৩), ধানমন্ডির মো ওয়াহিদুর রহমানের ছেলে জুন্নুন শিকদার (৩০), কলাবাগানের মৃত কাজী মুস্তাইন শরিফের ছেলে কাজী মো. মইনউদ্দিন শরিফ (৩০), ধানমণ্ডির ডা. মো. আজমল হোসেনের ছেলে মো. তাওসীফ হোসেন (২৩), ধানমন্ডির বজলুর রহিমের ছেলে জুবায়েদুর রহিম, বসুন্ধরার মনির হোসেন খানের ছেলে ইব্রাহিম হাসান খান (৪৫) ও জুনায়েদ হাসান খান। তাদের দুজনের গ্রামের বাড়ি মিরপুরের কুষ্টিয়ায়।

ঢাকার মিরপুরের মো. শাহদাতের ছেলে এএসএম ফারহান হোসেন (২৯), মিরপুরের মৃত মাহবুবুল হকের ছেলে মনোয়ার হোসেন সবুজ, ডিওএইচএসের সাবেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে আশরাফ মোহাম্মদ ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. মতিউর রহমানের ছেলে মো. বাদশা আলী (২৫), শিবগঞ্জের মো. রমজান আলীর ছেলে মো. সুমন (২৮), শিবগঞ্জের মো. রফিকুল্লাহ আনসারীর ছেলে নজিবুল্লাহ আনসারী (২৭), রাজশাহীর মতিহারের মো. বাবর আলীর ছেলে মো. আশিক ওরফে সাব্বির রহমান (১৬), তনোর মো. সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে মো.বাশারুজ্জামান ওরফে আবুল বাশার, বাগমারার মো. আব্দুল হাকিমের ছেলে মো. শরিফুল ইসলাম।

ঢাকার ইব্রাহিমপুরের শেখ আব্দুল্লাহ বিন আকবরের ছেলে রাহাত বিন আব্দুল্লাহ (২৬), মুগদার তবিবার মোল্লার ছেলে বেলাল মোল্লা সোহেল (২২), ঝিনাইদহের কালিগঞ্জের আব্দুল মালেকের ছেলে মো. মাজেদুল হক (৩৫), যশোরের মনিরামপুরের গফুর বিশ্বাসের ছেলে আমান উল্লাহ আমান (২৪), মনিরামপুরের আক্কাস সরদারের ছেলে মো. কামরুজ্জামান (২৩), মনিরামপুরের লুৎফুর গাজীর ছেলে মো. সাহারাত আলী (২৬), মনিরামপুরের মুজাম দফাদারের ছেলে হাসানুর রহমান আসানুর, মনিরামপুরের জলিল মোড়লের ছেলে ইকবাল হোসেন (২৯), মনিরামপুরের আব্দুল মতিন মোড়লের ছেলে মো. তহিদুল ইসলাম (২০), আজব আলীর ছেলে হাসান আলী (৩৭), মৃত কালাচাঁদের ছেলে ফারুক হোসেন (৩৭), সুলতান দফাদারের ছেলে সুমন হোসেন, ফেনীর তবে বর্তমানে ভারত মুম্বাই মৃত আব্দুর রহমানের ছেলে রাশেদ হোসেন (২৫)।

চট্টগ্রামের ফটিকছড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান (৩৩), সিলেট কানাইহাটের আমান উল্লাহ চৌধুরীর ছেলে মো. তাজুল ইসলাম চৌধুরী (৩৮), বিয়ানীবাজারের (বর্তমানে কানাডায় অবস্থান করছে বলে জানা যায়) শফি আহমেদ চৌধুরীর ছেলে তামিম আহমেদ চৌধুরী (৩১), ঢাকার যাত্রাবাড়ীর মো. শাহজাহানের ছেলে জাকির হোসেন (২৮), সূত্রাপুরের আব্দুল মালেকের ছেলে আশরাফুজ্জামান (৩২), চকবাজারের আব্দুল হাকিম খানের ছেলে মো. শাহরিয়ার খান ওরফে শাহজাহান (৩৩), লালবাগের মো. মাসুমের ছেলে সাদমান হোসেন (পাপন), যাত্রাবাড়ীর মো. আব্দুল কালাম বিশ্বাসের ছেলে মো. আকরাম হোসেন (২৫), ওয়ারীর মৃত মান্নান শেখের মো. জুলহাস শেখ (৩২)।

নারায়ণগঞ্জের রুপগঞ্জের মো. অলিউল্লাহের ছেলে মো. হাবিবুল্লাহ (২৬), কুমিল্লার বরুরার আব্দুল হাশেমের ছেলে জহিরুল ইসলাম চৌধুরী (২৬), ঢাকার পল্লবীর আব্দুল বাতেন মোল্লার ছেলে মো. ইমরান (২২), লক্ষীপুরের মৃত আব্দুল্লা ভূঁইয়ার ছেলে এটিএম তাজ উদ্দিন (৩৬), নোয়াখালীর চাটখিলের মো. মাকছুদর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (১৬), নারায়ণগঞ্জের বন্দরের মো. জালানী মাতবরের ছেলে মো. ইসমাইল হোসেন (২২), কুষ্টিয়ার ভেড়ামারার মো. চাঁদ আলীর ছেলে মো. মিন্টু রহমান ওরফে বৈরাগী মিন্টু (২৭), ভেড়ামারার জুলফিকার হায়দার সাগরের ছেলে মো. মারুজুক হায়দার জাহিন (১৭), মিরপুরের মো. জালাল উদ্দিন প্রাণানিক মো. মহিদুল ইসলাম ওরফে মিশুক (১৭)।

সিরাজগঞ্জের উল্লা পাড়ার সিরাজুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম রিয়েল (২৪), গাইবন্ধার হালিম উদ্দিন সরকারের ছেলে মো. মিন্টু মিয়া (৩৫), রংপুরের কোতয়ালীর উসমান গণির ছেলে মো. রেজাউল করিম (২৬), নেত্রকোনার কেন্দুয়ার মো. আব্দুর রবের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া মোহাম্মদ আলীর ফকিরের ছেলে মো. মকসুদ আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আব্দুল হকের ছেলে মো. আব্দুল হামিদ (৩০), সুনামগঞ্জের মো. হাবিুবর রহমানের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৫)।

ময়মনসিংহের ফুলবাড়িয়ার মো. আব্দুল জলিলের ছেলে মো. জহিরুল ইসলাম (১৬), ফুলবাড়িয়ার নয় নম্বর ওয়ার্ডের আব্দুল হোসেনের ছেলে মো. শাখাওয়াত হোসেন (২৮), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জনাদন দেন নাথের ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ ওজকি ওরফে সুজিত দেবনাথ, ঢাকার খিলগাঁও (বর্তমানে সম্ববত তুরস্ক) আলী আহমেদের জামাতা ডা. রোকনুদ্দীন খন্দকার (৫০), তার স্ত্রী নাঈমা আক্তার, মেয়ে রেজওয়ানা রোকন (২৩), রামিতা রোকন (১৭) ও জামাতা সাদ কয়েস (৩০)।

তালিকায় নতুন যোগ হয়েছে পাঁচজনের নাম। এরা হলেন-

চট্টগ্রামের বহদ্দারহাটের জহিরুল আলমের ছেলে শহিদুল আলম (৩৫), লালমনিরহাটের আদিতমারির ভোলার ছেলে জীবন (২৭), সিলেটের কানাইঘাটের আ. হান্নানের ছেলে হোসেন আহমেদ (৩২), চট্টগ্রামের চান্দগাঁও এলাকার জরুরুল আলমের ছেলে শাহেদুল আলম (৩১), রংপুরের জেল রোডের শেখ ইফতিকার আহম্মেদের ছেলে শেখ ইফতিসাম আহম্মেদ সামি (২২)।

৭০ জনের মধ্যে ৫৮ জনের ছবি প্রকাশ করেছে র‌্যাব। এদের মধ্যে ৬ নম্বর ক্রমিকের কাজী মো. মইন উদ্দিন শরিফ, ১০ নম্বর ক্রমিকের জুনায়েদ হাসান খান, ১৫ নম্বর ক্রমিকেরে মো. সুমন , ১৬ নম্বর ক্রমিকের আশিক হোসেন ওরফে সাব্বির রহমান, ২২ নম্বর ক্রমিকের মো. মাজেদুল হক, ৪২ নম্বর ক্রমিকের মো. হাবিবুল্লাহ ও ৫৩ নম্বর ক্রমিকের মো. রেজাউল করিম এবং ৬৬ থেকে ৭০ ক্রমিকের শহিদুল, জীবন, হোসেন, শাহেদুল ও সামির ছবি নেই।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com