বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর শ্রমিকরা।
নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে সোমবার সকাল থেকেই রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেন তারা। এতে করে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা।
ভুক্তভোগী যাত্রীরা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা ঢাকাগামী বিভিন্ন কোচের কাউন্টারে গিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন। তারা কাউন্টারগুলোতে অপেক্ষমাণ যাত্রীদের বের করে দিয়ে তা বন্ধ করতে বাধ্য করেন।
তবে ভোরের দিকে কোম্পানির কয়েকটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও সকাল সাড়ে ৬টার পর আর কোনো বাস যেতে পারেনি।
এদিকে ঢাকা থেকে বরিশাল, খুলনা, রংপুর, বগুড়া পটুয়াখালী, পঞ্চগড়সহ দূরপাল্লার বাসচলাচল বন্ধ রয়েছে।
রাজশাহী জেলার মধ্যে বিভিন্ন উপজেলাগামী বাসগুলোও চলাচল করছে না বলে জানা গেছে।
এদিকে এই বাস ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য নাকি সাময়িক এই বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাতাব হোসেন কোনো মন্তব্য করতে চাননি।
বাংলা৭১নিউজ/এমএস