শনিবার, ১১ মে ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আগাম আমের বাগান বিক্রিতে হিমশিম বঙ্গবন্ধুর সমাধিতে সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির শ্রদ্ধা অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি’ করা যাচ্ছে বিকাশে গাজীপুরে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার ৪ স্মার্ট বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই আফগানিস্তানে আকস্মিক বন্যায় একদিনে দুই শতাধিক মানুষের মৃত্যু ‘আমার দেহখান’ গানের শিল্পী পিয়াল সড়ক দুর্ঘটনায় নিহত ভিত নেই বিধায় আমরা চারবার ক্ষমতায়: পররাষ্ট্রমন্ত্রী ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল লোকসান নিয়ে আবারও চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ সারা আলী খানকে সতর্ক করলো অনন্যা হিসাব ব্যবস্থায় সংস্কার প্রয়োজন : অর্থমন্ত্রী চাকরির বয়সসীমা উন্মুক্ত রাখার দাবি রব্বানীর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮ শিশুসহ নিহত ২০ ফরিদপুরে সড়কে প্রাণ গেলো বাবা-ছেলেসহ চারজনের বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬ নারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন বাদী মোহাম্মদপুরে খাল থেকে ‘ডানা কাটা পরী’ উদ্ধার, চলছে প্রদর্শনী সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, দুই কনস্টেবল বরখাস্ত

জীবন ও উন্নয়নের চাকা জঙ্গি-বর্বরতায় বন্ধ নয় : তথ্যমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: জঙ্গি-বর্বরতার কারণে জীবন ও উন্নয়নের চাকা বন্ধ হবার নয় উল্লেখ করে জঙ্গিদের পক্ষে যে কোনো ধরণের প্রকাশনা থেকে বিরত থাকার জন্য মুদ্রণশিল্প মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী শোকের মাস আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘জঙ্গি-বর্বরতার কাছে জাতি হার মানতে পারে না, এবং আমরা স্থবির হলে তা হবে বর্বরতায় নিহত সকল প্রাণের প্রতি অসম্মান।’

মুদ্রণ শিল্প সমিতির বিদায়ী সভাপতি শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগের সভাপতি ড. সুধাংশু শেখর রায়।

গণতন্ত্র ও সভ্যতার বিকাশে মুদ্রণশিল্পের গুরুত্বকে অপরিমেয় বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘মত প্রকাশের অধিকার গণতন্ত্রে অপরিহার্য। আর মুদ্রণশিল্প চিন্তা ও মতামতকে জনগণের কাছে পৌঁছে দেয়। তাই মুদ্রণশিল্প একাধারে লেখক-কবি-গুনীজন ও জনগণের মাঝে সেতু, সভ্যতার ধারক এবং গণতন্ত্রের বাহন হিসেবে ভূমিকা রেখে চলেছে।’

‘মানুষের জীবনে এ অমূল্য ভূমিকার কারণে মুদ্রণশিল্প শুধু ব্যবসা নয়, এটি একটি কলা (আর্ট) ও সেবা এবং সেই একই কারণে, জঙ্গিবাদ মুদ্রণশিল্পের ঘোর শত্রু’, বলেন ইনু।

তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ মাথাচাড়া দিলে মুদ্রণশিল্পের ওপরও ছোবল দেবে। কারণ মুদ্রণশিল্প মুক্তচিন্তা ও জ্ঞানের বাহন। আর সকল ধর্ম ও মানবতার শত্রু জঙ্গিরা কেবল তাদের মনগড়া মতবাদই সবার ওপর অন্যায়ভাবে চাপিয়ে দিতে চায়।’

হাসানুল হক ইনু এসময় প্রয়োজনীয় আইনী সংস্কারসহ মুদ্রণশিল্পের প্রতি সরকারের সহযোগিতা বৃদ্ধিও ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম তার বক্তব্যে মুদ্রণশিল্প মালিকদের সাথে তার পুরনো একাত্মতার কথা পূণর্ব্যক্ত করেন ও জঙ্গিবিরোধী লড়াইয়ে শামিল হতে সবার প্রতি আহ্বান জানান।

মুদ্রণ শিল্প সমিতির নূতন সভাপতি তোফায়েল খান ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ এফবিসিসিআই এর চেম্বার ও এসোসিয়েশনের পরিচালকবৃন্দও সভায় বক্তব্য রাখেন। মুদ্রণ শিল্পে বিশেষ অবদানের জন্য চারজনকে সভায় মরণোত্তর সম্মাননা দেয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com