শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

শিক্ষার্থীদের দায়দায়িত্ব পিস স্কুল কর্তৃপক্ষের: শিক্ষামন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বন্ধের নির্দেশের পরই তালা ঝুলিয়ে দেয়া হয়েছে দেশের সবকটি পিস স্কুলে। খুব শিগগিরই নতুন নাম নিয়ে আসার আশ্বাস দিয়ে অভিভাবকদের ক্ষুদে বার্তাও পাঠিয়েছে পিস ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।

এদিকে, পিস স্কুলে শিক্ষার্থীদের দায় দায়িত্ব প্রতিষ্ঠানকেই নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর শিক্ষাবিদদের পরামর্শ, সমাজের শান্তি বিনষ্ট করে এমন তৎপরতা অবশ্যই বন্ধ করা উচিৎ।

রাজধানীর লালমাটিয়ার বি ব্লকে পিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গিয়ে দেখা যায় স্কুলের নাম ফলক খুলে ফেলা হয়েছে। ঝুলিয়ে দেয়া হয়েছে স্কুল বন্ধের নোটিশ। বিতর্কিত বক্তা জাকির নায়েকের মতাদর্শে ও জামায়াত শিবিরের দ্বারা পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে মঙ্গলবার অনির্দিষ্ট কালের জন্য স্কুলটি বন্ধের ঘোষণা দেয় মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। অভিযোগ আছে, জামায়াতে ইসলামীর আর্থিক পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক আদর্শে এসব স্কুল ও কলেজ পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে নতুন নামে ক্লাস শুরু করার কথা জানান তারা।

এদিক নাম ঠিকানা পরিবর্তন করলেই আদর্শ পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক য. মো. কায়কোবাদ। তবে প্রমাণ সাপেক্ষে স্কুল কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

তদন্তের পর স্কুল ও শিক্ষার্থীদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পিস স্কুলে যে লেখাপড়া হচ্ছে, পরিবেশ সৃষ্টি হচ্ছে, মানসিকতা গড়ে তোলা হচ্ছে এটি আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীর জন্য, দেশের জন্য কখনও মঙ্গলকর নয়।’

তিনি আরও বলেন, ‘ওখানে যারা পরিচালনা করছেন তারা আমাদের স্বাধীনতার চেতনার বিরোধী শক্তি। তারা এখানে এমনই মনোভাব তৈরি করছেন যেগুলো জঙ্গিবাদ তৈরির ক্ষেত্রে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিপথগামী করতে উৎসাহিত করে। যার জন্য এ ধরনের প্রতিষ্ঠান আমরা চালাতে দিতে পারি না।’

বন্ধ করে দেওয়া পিস স্কুলগুলোর শিক্ষার্থীদের দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দায়িত্ব তারাই নেবেন যারা তাদের এই পথে নিয়ে এসেছেন।’

যে কোনো প্রতিষ্ঠান চালানোর সময় জাতীয় ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতি, জাতীয় ও ধর্মীয় মূল্যবোধসহ ‘সব কিছু’ ধারণ করতে হবে বলেও জানান নাহিদ।

তিনি আরও বলেন, ‘বিপথগামী করে ছেলেমেয়েদের ভুল তথ্য দিয়ে কিংবা বিপথগামী হওয়ার দল তৈরি করে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না।’

সব পিস স্কুল বন্ধের নির্দেশের পাশাপাশি বোর্ডের অনুমোদন নেওয়া লালমাটিয়ার একটি পিস স্কুলের নিবন্ধনও মঙ্গলবার বাতিলের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

দেশের বিভিন্ন জেলার ২৭টি পিস স্কুলের মধ্যে মাত্র একটি অনুমোদন পাওয়া বাকি ২৬টি অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com