বাংলা৭১নিউজ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহকৃত পানি খেয়ে ১২ ঘন্টায় হরিপুর ও দ্বারিয়াপুর এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৌরসভার সরবরাহকৃত পাইপ লাইনের পানি খেয়ে হরিপুর ও দ্বারিয়াপুর এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। এদের মধ্যে অনেকেই চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং অনেকেই নিজ বাড়ি ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হরিপুর ও দ্বারিয়াপুরসহ সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের ৮৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগি ভর্তি হয়। এদের মধ্যে ২৭ জন চিকিৎসাসেবা নিয়ে বাড়ি গেছে এবং অন্যরা এখনও ভর্তি রয়েছে। স্যালাইন সংকটের কথা স্বীকার করেন তিনি। এদিকে হাসপাতালে নার্সরা কাঙ্ক্ষিত সেবা দিলেও রোগীদের স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন রোগীসহ তাদের স্বজনরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পানি খেয়ে ওই এলাকার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে কি-না তার জন্য সেখানে পৌরসভার লোক পাঠানো হয়েছে। তাদের পানি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ছাড়া সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ স্যালাইন দেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এনএফ