বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

‘মাদরাসাছাত্ররা মন্দিরটিকে রক্ষা না করলে ভেঙে ফেলত’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতার সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত ই-ট্রাফিকিং ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডিআইজি গোলাম ফারুক বলেন, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনগত সব ব্যবস্থা নেয়ার কথা বলার পর আলেম সমাজ চলে যায়। তৃতীয় আরেকটি পক্ষ হঠাৎ করে উসকানি দিয়ে মাদরাসায় আক্রমণ করে ভাঙচুর করেছে। যে ঘরে কোরআন শরীফ রাখা সেই ঘর ভাঙচুর করেছে। যেখানে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা-ইউএনও বসা সেই রুম ভাঙচুর করে তাদেরকে খুন করতে উদ্যত হলে চরম মুহূর্তে বাধ্য হয়ে পুলিশ গুলি করেছে।

তিনি আরও বলেন, ভোলার ঘটনার পর চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার পাশে একটি মন্দিরে আক্রমণ হয়। তৃতীয় আরেকটি পক্ষ হাটহাজারী মাদরাসার নাম নিয়ে রাস্তায় নেমে মন্দিরে আক্রমণ করেছে। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় হাটাহাজারী মাদরাসার ছাত্ররা ওই মন্দিরকে রক্ষা করেছে। তারা রক্ষা না করলে মন্দিরটিকে ভেঙেচুরে ফেলত।

ডিআইজি গোলাম ফারুক বলেন, তৃতীয় পক্ষ প্রযুক্তির অপব্যবহার করে অনেক সময় সুযোগ নেয়ার চেষ্টা করে। আমি রংপুরের ডিআইজি থাকার সময়ও একই ঘটনা ঘটেছিল। ফেসবুকে যে স্ট্যাটাস দিল তাকে আমরা ধরে আনলাম। তার আইডি হ্যাক করা হয়েছিল। আমরা বুঝানোর পর শুনেছে কিন্তু আরেকটি পক্ষ হিন্দুদের ঘর-বাড়িতে আক্রমণ করেছে।

এ সময় সাবইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে আমরা জঙ্গিবাদ মুক্ত করতে পেরেছি, এখন আমাদের যুদ্ধ চলছে মাদক আর গুজবের বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনসিুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন। আলোচনা শেষে ডিআইজি খন্দকর গোলাম ফারুক অন্যান্য অতিথিদের নিয়ে ই-ট্রাফিকিং সেবার উদ্বোধন করেন।

এখন থেকে সড়কে কেউ আইন লঙ্ঘন করলে এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকলে ইলেক্ট্রনিক ডিভাইস Point of Sale (Pos) এর মাধ্যমে জরিমানার স্লিপ দেয়া হবে। সেই স্লিপের মাধ্যমে জরিমানার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। এর ফলে পরিবহন সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রিতা, সময় ও ব্যয় কমবে এবং সড়কে বিশৃঙ্খলা কমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলা৭১নিউজ/বিএ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com