বাংলা৭১নিউজ,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ছয় দিনের ছুটির ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বুধবার (২ সেপ্টেম্বর) ভারতে গান্ধী জয়ন্তীর ছুটি কাটাচ্ছে দেশটির জনগণ। মাঝে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমদানি-রফতানি স্বাভাবিক থাকলেও শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি এবং ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন ছুটি থাকবে।
ফলে এ কয়দিন দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে ভারতে সব ধরণের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভারতের গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমদানি-রফতানি স্বাভাবিক থাকবে। পরদিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি এবং ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ৯ সেপ্টেম্বর থেকে যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।
বাংলা৭১নিউজ/জেআই