বাংলা৭১নিউজ,(ফেনী)প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে বাড়ির সীমানাপ্রাচীরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বেলাল হোসেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন উপজেলার আমজাদহাট ইউপি সদস্য। তিনি একই এলাকার বাসিন্দা।
আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মিরু জানান, বেলাল মেম্বার
মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। খাজুরিয়া পৌঁছলে তিনি বাড়ির সীমানাপ্রাচীরের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/আইএম