সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন

ট্রেনের ছাদে ভ্রমণ করে জরিমানা গুনলেন ১৭০ যাত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: রেলওয়ের তিনটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের ছাদে বিনাটিকিটে ভ্রমণের দায়ে ১৭০ যাত্রীকে জরিমানা করেছেন পাকশী রেলওয়ে বিভাগীয় দফতরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঈশ্বরদী-ঢাকা রেলরুটের বিভিন্ন রেলওয়ে স্টেশনে ব্লক চেকিংয়ে পাকশী রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে।

পরে যাত্রীদের কাছ থেকে ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

এ সময় রেলওয়ে কর্মচারী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ৭৫৪ নং সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭০৫ নং আন্তঃনগর একতা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৭৭১ নং আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ছাদে বিনাটিকিটের যাত্রীদের অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।

বিনাটিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১৭০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৩৫ হাজার ৪০০ টাকা ও জরিমানা বাবদ ১১ হাজার ৮০০ টাকা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজাউন-উর-রহমান, ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আবদুল মাবুদ, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক গৌর সিং ও শফিকুল ইসলাম শফিক।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উল্লাহ ভূঁইয়া জানান, টিকিট না কেটে ট্রেনে ভ্রমণ মানুষের সংখ্যা অনেকটা কমে গেছে। বিনাটিকিটে ট্রেনের ছাদে ভ্রমণ কিছু মানুষ এখনও রয়েছে। এমন অভিযান চললে তারা আর ট্রেনের ছাদে উঠবে না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com