বাংলা৭১নিউজ,ঢাকা: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দুদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। আজ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।
মানববন্ধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে মহানগর ও জেলা বিএনপি। নেত্রীর মুক্তির দাবিতে মানববন্ধনে বড় জমায়েতের চেষ্টা করবে বিএনপির নেতাকর্মীরা, এমন ইঙ্গিত দিয়েছেন তারা।
জেলা ও মহানগর পর্যায়ে এ মানববন্ধনে কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন।
গত রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে বলেও জানান ফখরুল।তিনি আরও জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ এবং ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিভাগীয় সমাবেশ হবে। এর পর রংপুরেও সমাবেশ হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/জেডএ