শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস

সরকারি ব্যাংকগুলোর খেলাপী ঋণ ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত স্থিতিভিত্তিক শ্রেণিকৃত ঋণ বিবরণী অনুযায়ী সরকারি ব্যাংকগুলোর খেলাপী ঋণের পরিমাণ ১ লাখ ৩৩ হাজার ৮৩৪ কোটি ৩ লাখ টাকা।

তিনি আজ সংসদে তরিকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে আরো বলেন, এসব সরকারি ব্যাংকের মধ্যে ৮টি সরকারি ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ ২৮ হাজার ৫৪০ কোটি ৬৭ লাখ টাকা। ব্যাংকগুলো হলো- অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

অর্থমন্ত্রী বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ২১ হাজার ৭৫৬ কোটি ৭৬ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৪ হাজার ৫৮৮ কোটি ১৩ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১ লাখ ৪৯৫ কোটি ৫১ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৬৩০ কোটি ১২ লাখ টাকা। বেসিক ব্যাংক লিমিটেডের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১২ হাজার ৭০১ কোটি ৬৯ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৬ হাজার ৩৮২ টাকা।

তিনি বলেন, জনতা ব্যাংক লিমিটেডের মোট ঋণের পরিমাণ ৩২ লাখ ৬১৬ কোটি ২৮ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ২ হাজার ৮৩০ কোটি ৬৮ লাখ টাকা। রূপালী ব্যাংক লিমিটেডের মোট ঋণের পরিমাণ ১৪ হাজার ৪৭৮ কোটি ৭৪ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ১ হাজার ৫৪৭ কোটি ৭৬ লাখ টাকা। সোনালী ব্যাংক লিমিটেডের মোট ঋণ ও অগ্রিম এর পরিমাণ ২৯ হাজার ৪০৭ কোটি ৫৫ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৭ হাজার ৯৭৯ কোটি ৭৯ লাখ টাকা।

অর্থমন্ত্রী বলেন, বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট ঋণের পরিমাণ ১৬ হাজার ৯৪১ কোটি ৪২ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৩ হাজার ৮৬১ কোটি ৩৮ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোট ঋণের পরিমাণ ৪ হাজার ৪৩৬ কোটি ৫ লাখ টাকার মধ্যে ঋণ খেলাপির পরিমাণ ৮০১ কোটি ৯৯ লাখ টাকা।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com