বাংলা৭১নিউজ,ঢাকা: কর্তব্যরত অবস্থায় আহত ও নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে আহত ও নিহত পুলিশ সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ সময় প্রধানমন্ত্রীর অনুদান থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পাঁচ ও গুরুতর আহত এক পুলিশ সদস্যের পরিবারকে ২১ লাখ টাকা ও ডিএমপির কল্যাণ তহবিল হতে আহত ১১২ পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বহনের জন্য ২৮ লাখ ৩০ হাজার টাকা দেন ডিএমপি কমিশনার।
অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার বলেন, ডিএমপির কোনো সদস্য বিপদে পড়লে ডিএমপি সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে দাঁড়াবে।
কমিশনার বলেন, ফোর্সের কল্যাণকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকি। ডিএমপির সবাই মিলে একটি পরিবার। কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার দায়িত্ব আমাদের। কর্তব্যকালে কেউ আহত হলে তার উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে চিকিৎসা আমরা দিয়ে থাকি। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এস আর