বাংলা৭১নিউজ, চট্টগ্রাম : সদ্য ঘোষিত চট্টগাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে চবি ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনসহ অন্দোলনকারী নেতাদের তলব করেছে কেন্দ্র।
আজ সকালে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধের মধ্যে নেতাদের ঢাকায় তলব করা হলো।
বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, কমিটি গঠন নিয়ে একাশের আন্দোলনের পরিপেক্ষিতে বিশ্ববিদ্যালয় নেতাদের ডাকা হয়েছে। সবার সাথে বসে বিষয়টি সমাধান করা হবে।
গত সোমবার আলমগীর টিপুকে সভাপতি ও ফজলে রাব্বি সুজনকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে ছাত্রলীগ। কমিটি গঠনের পর পছন্দের পদ না পেয়ে আন্দোলন শুরু করে একাংশ। আজ বুধবার তারা চবি’তে অবরোধের ডাক দেয়।
বাংলা৭১নিউজ/সিএইস