রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

হাসিনা-মোদি ভিডিও কনফারেন্স কাল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে সমন্বিত চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দুই সরকারপ্রধানের ওই কনফারেন্স আয়োজন করা হয়েছে। বিকাল ৫টায় অনুষ্ঠেয় ওই ভিডিও কনফারেন্সে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অংশ নেবেন বলে জানা গেছে। এদিকে ৩ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন-বিমসটেক বিজনেস ফোরামের সপ্তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। অনুষ্ঠানে তাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রীসহ দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়ের সুযোগ ঘটবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, ঢাকার কূটনৈতিক জোন ও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত শোলাকিয়ায় জঙ্গি হামলা পরবর্তী সৃষ্ট পরিস্থিতি এবং বিদেশি বন্ধু-উন্নয়ন সহযোগীদের উদ্বেগ ও সহযোগিতার নানামুখী প্রস্তাবের ওই সময়ে ঘনিষ্ঠ প্রতিবেশী দুই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ভিডিও কনফারেন্স এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দিল্লি সফরকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সেখানে নির্ধারিত বিষয়ে আলোচনা ছাড়াও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা হতে পারে। যশোরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল বলেন, মূলত পেট্রাপোলের চেকপোস্টের উদ্বোধন হবে। সেখানে দেশটির স্থানীয় প্রশাসনের অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। বাংলাদেশ প্রান্তে কোনো অনুষ্ঠান না থাকলেও ভিডিও কনফারেন্সকালে জেলা প্রশাসন প্রস্তুত থাকবে। সেখানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা হলে স্থানীয় প্রশাসনের তরফে তার জবাব দেয়া হবে। ওদিকে আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন। ১৫ ও ১৬ই অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ায় অষ্টম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করা হচ্ছে। ব্রিকস বিশ্বের পাঁচটি প্রভাবশালী দেশের জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এর সদস্য। ওই ৫ দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে জোটটি কাজ করছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বঙ্গোপসাগরীয় জোট বিমসটেকের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশের সরকার প্রধানকে অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। অতিথি হিসেবে তিনি সেই সম্মেলনে অংশ নিতে পারেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com