বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: দেশের অন্যতম প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা কুমিল্লা টাউন হল মাঠে সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত জানাজায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের জানাজার আগে বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ।
জানাজা শেষে কফিনে ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দেশের বরেণ্য এ রাজনীতিবিদকে শেষ বিদায় জানানো হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে নিয়ে যাওয়া হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে নেতৃত্ব প্রদানকারী মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ গত শুক্রবার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ত্যাগী রাজনীতিকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সুশীল সমাজ ও সর্বসাধারণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
বাংলা৭১নিউজ/এমএস