বাংলা৭১নিউজ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের জগন্নাথপুর বি-আখড়া নামকস্থানে একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইউসুফ (৩৮), তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি নৈশ কোচটির হেল্পার বলে যাত্রীদের সূত্রে জানা গেছে। আহত ১৪ জনের মধ্যে ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশ কোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌঁছলে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে যাত্রীবাহী বাসটি উল্টে ১৫ জন আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কোচের হেল্পার ইউসুফ মারা যান।
ঘটনার পর থেকেই বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও-ঢাকাগামী রাস্তার যান চলাচল।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ঘটনার নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
বাংলা৭১নিউজ/জেডএ