বাংলা৭১নিউজ,(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব ১-এর সদস্যরা। তার নাম মোফাজ্জল হোসেন ওরফে খোকন (৩৯)।
মোফাজ্জল উপজেলার নোয়াগাঁও গ্রামের আবদুল জলিল মোল্লার ছেলে।
মঙ্গলবার মধ্যরাত আড়াইটায় উপজেলার নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাবের দাবি, মোফাজ্জল অবৈধ অস্ত্র ব্যবসায়ী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার নোয়াগাঁও এলাকায় বিদেশি অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার মধ্যরাতে ওই এলাকার মোফাজ্জল হোসেন খোকনের বাড়িতে অভিযান চালায়।
পরে তার উপস্থিতিতে নিজ ঘরের শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রামদা, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, খোকন গাজীপুর ও পার্শ্ববর্তী জেলা থেকে অস্ত্র ক্রয় করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
বাংলা৭১নিউজ/এমএস