শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

আর আট দিন পর কী বিএনপি থেকে নির্বাচিতদের আসন শূন্য হবে!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ৭৫৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ রিপোর্ট: বিএনপি থেকে একাদশ সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার সময় ফুরিয়ে আসছে৷ হাতে আছে আর মাত্র ৮ দিন৷ এমন পরিস্থিতিতে কী করবে বিএনপি? দলটির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ মনেয়ার ক্ষেত্রে স্ব স্ব এলাকার ভোটারদের যেমন চাপ রয়েছে; তেমনি দলটির নেতারা আবার শপথের বিপক্ষে। 

আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিএনপি’র  নির্বাচিত সংসদ সদস্যদের আসন শূন্য হয়ে যাবে যদি তাঁরা এরই মধ্যে শপথ নেয়ার সময় যথাযথ কারণ দেখিয়ে বাড়িয়ে না নেন৷তবে সময় চাওয়ারও কোন লক্ষণ বিএনপি’র মাঝে দেখা যাচ্ছে না। এতে করে এক ধরনের মনোস্তাত্ত্বিক চাপে ভুগছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

বিএনপি’র এই দূরাবস্থায় যারা সিদ্ধান্ত দিতে পারতের তাদের মধ্যে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দূর্নীতির মামলায় সাজা খাটছেন। আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন লন্ডনে। দূর্নীতির মামলায় তারও সাজা হয়েছে। এই অবস্থায় দলটির মহাসচিবকে নানাভাবে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। ফলে সুচিস্তিত ও সুদূরপ্রসারি অনেক সিদ্ধান্তই হয়তো আসছে না; নতুবা ঝুলে আছে-এমনটি মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বিএনপি থেকে নির্বাচিত এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে  জানান, শপথ নিতে ভোটারদের চাপ তো আছে। আবার শপথ না নেওয়ার জন্য দলীয় চাপ রয়েছে। ফলে আমাদের অবস্থা দাঁড়িয়েছে-‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা। এই সংসদ সদস্যর মতে, দলের আজকের এই অবস্থান থাকতো না যদি বিএনপি সংসদের প্রধান বিরোধী দল থাকতে পারতো। তার মতে, ক্ষমতাসীন দল এতটাই কারচুপি করেছে যে, আম-ছালা দু’টোই নিয়ে গেছে। অন্তত গোটা ৫০ আসন রেখে দেওয়া উচিত ছিল।

শপথ না নেওয়া সংসদ সদস্যদের একজন হিসাবে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা৭১নিউজ’কে  বলেন, আমরা এই ফলাফল ভোটের দিনই প্রত্যাখান করেছি। আমরা বলেছি, ভোট ডাকাতির এই ফলাফল বাতিল করে পুন:নির্বাচন দিতে হবে। এছাড়াও আমরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চেয়েছি। মানা, না মানা বিষয়টি সরকারের এখতিয়ার।

গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে মোট ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হন৷ তাঁদের মধ্যে ছয় জন বিএনপি’র এবং দুই জন গণফোরামের৷

এদিকে, ৩০ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসলেও ৮ মার্চ শপথ নেন মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ৷ আর ২ এপ্রিল শপথ নেন গণফোরাম থেকে নির্বাচিত আরেকজন সংসদ সদস্য সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির হোসেন৷

কিন্তু বিএনপি থেকে নির্বাচিত ছয় জন এখনো শপথ নেননি৷ নির্বাচনের পরপরই বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অনিয়ম এবং ভোট ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন বয়কট এবং নতুন নির্বাচনের দাবি জানায়৷ দলের নির্বাচিত এমপিরা শপথ নেবেন না বলেও জানানো হয়৷ পরে গণফোরামের দুই এমপি শপথ নিলেও বিএনপি শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড়৷

সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হয়৷ নয়তো আসন শূন্য হয়৷ তবে কোনো সংসদ সদস্য যৌক্তিক কারণ দেখিয়ে এই সময় বাড়িয়ে নিতে পারেন৷ কোনো আসন শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার বিধান রয়েছে৷

সংবিধানের ৬৭ (১) অনুচ্ছেদে বলা হয়েছে: কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে, যদি

(ক) তাঁহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন।

তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবেন।

সংবিধানের এই বিধান অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের মধ্যে বিএনপি’র  নির্বাচিত সংসদ সদস্যদের আসন শূন্য হয়ে যাবে যদি তাঁরা এরই মধ্যে শপথ নেয়ার সময় যথাযথ কারণ দেখিয়ে বাড়িয়ে না নেন৷

বিএনপি থেকে নির্বাচিত ছয় জন সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আব্দুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুন অর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ৷ তাদের কেউই এখনো শপথ নেননি৷

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল- ভোলারহাট – গোমস্তাপুর) বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম৷ তিনি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দল আমাকে মৌখিকভাবে শপথ নিতে নিষেধ করেছে তাই আমি নেইনি৷ এখনো সেই সিদ্ধান্তই আছে৷ নতুন করে কোনো আলোচনা নেই৷ নির্বাচনে কারচুপির কারণেই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’

তিনি বলেন, ‘আমি বড় নেতা না৷ রুট লেভেলে পলিটিক্স করি৷ মানুষ আমাকে ভোট দিয়েছে৷ তাই মানুষ শপথ না নিলে আমাকে মারবে৷ শপথ না নিলে তাঁরা আমাকে এলাকায় যেকে নিষেধ করেছে৷’ শেষ পর্যন্ত দল শপথ নেয়ার সিদ্ধান্ত না নিলে কি করবেন? জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি৷’

বগুড়া-৪ (কাহলু-নন্দীগ্রাম) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘আমি এমপি নির্বাচিত হয়েছি মাত্র৷ বড় কোন নেতা না৷ এখন কেন্দ্রীয় নেতারা যদি শপথ নিতে বলেন শপথ নেব৷ না বললে নেবো না৷ তবে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম৷ শুনছি প্যারোলে বা জামিনে মুক্তির কথা৷ কিন্তু কী হচ্ছে তা কেন্দ্রীয় নেতারাই বলতে পারবেন৷’

তিনি বলেন, ‘এর আগে আমরা নির্বাচন করিনি৷ গত টার্মে এখানে আমাদের কেউ ছিলনা৷ এতদিন পর এখানে নির্বাচিত হয়েছি৷ তাই যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের একটা চাপ আছে৷ সংসদে যান, আমাদের কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন, জাতির পক্ষে কথা বলেন৷ তাদেরকে আমরা বুঝিয়ে বলছি৷ দলের সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না৷ ঐক্য ফ্রন্টের দুইজন (গণফোরাম) সংসদে গেলেও আমরা যেতে পারি না৷ আমাদের আর তাদের আদর্শ এক নয়৷’

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচিত হারুন অর রশীদ বিএপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব৷ তিনি শপথ নেয়া প্রসঙ্গে বলেন, ‘আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি৷ আমরা পত্রপত্রিকায় দেখেছি ঐক্যফ্রন্ট শপথ নেবে না৷ আর দলের মহাসচিব আমাদের একদিন ডেকে বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবেনা৷ আমাদের চিঠি দিয়ে কিছু বলা হয়নি৷ তাই আমরা শপথ নেইনি৷’

তিনি বলেন, ‘শপথ না নেয়ার দলীয় সিদ্ধান্তের মূল কারণ খালেদা জিয়ার মুক্তি নয়৷ তার মুক্তি তো পাওয়া উচিত৷ নাজমুল হুদাতো ১২ বছরের কারাদণ্ড নিয়ে বাইরে আছেন৷ মূল কারণ হলো নির্বাচনে কারচুপি৷ আসলেতো ৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি৷ আগের রাতেই  নির্বাচন হয়ে গেছে৷’

তিনি বলেন, ‘আমরা শপথ নেবো কিনা সেটা নিয়ে কেন্দ্র থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি৷ আমরাও যোগাযোগ করিনি৷ ৩০ তারিখে সিদ্ধান্ত হলেও তো শপথ নেয়া যাবে৷ আর যদি দলের এই সিদ্ধান্তই বহাল থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমি শপথ নেবো কিনা সে ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত নেইনি৷’

এ নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি থেকে নির্বাচিত ছয় জন শপথ নেবেন না- এই সিদ্ধান্তই এখনো বহাল আছে৷ আর নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে কোনো বৈঠক বা আলাপ আলোচনার খবর আমরা জানা নেই৷ আমরা নির্বাচনের পর একবারই বৈঠক করে কারচুপির কারণে নির্বাচন বাতিল এবং নতুন নির্বাচনের দাবি জানিয়েছি৷’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘খালেদা জিয়ার প্যারেলে মুক্তির ব্যাপারটি নিয়ে কোনো প্রস্তাব বা আলোচনার কথা আমার জানা নেই৷ এটা তার ব্যক্তিগত ব্যাপার৷ তার চিকিৎসার ব্যাপার৷ এর সাখে রাজনীতির কোনো সম্পর্ক নেই৷’

বাংলা৭১নিউজ/এসএইচবি/ডয়চে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com