বাংলা৭১নিউজ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
বুধবার নির্বাচন ভবনে সকাল ১১টায় জাতীয় পার্টি এবং বিকাল ৪টায় আওয়ামী লীগের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, দুটি দলের আবেদনের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বৈঠকের সময় চূড়ান্ত করেছেন। এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে পৃথক বৈঠক করেছে ইসি। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট তফসিল পেছানোর বিষয়টি বিবেচনার অনুরোধ করেছে। অন্যদিকে, যুক্তফ্রন্ট যথাসময়ে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস