বাংলা৭১নিউজ, রংপুর প্রতিনিধি: রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন (৪০) নামে ২০ মামলার এক আসামি নিহত হয়েছেন।
সোমবার দিনগত মধ্যরাতে নগরীর হাজীরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত বেলাল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালিসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। নিহত ডাকাত সর্দার বেলাল হোসেন উত্তম বেতারপাড়ার মৃত ইসহাক ওরফে আতার ছেলে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর রহমান সাইফ জানান, মধ্যরাতে রংপুরের হাজীরহাট এলাকায় একদল ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা।
পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় বেলাল হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
নিহত বেলালের বিরুদ্ধে রংপুর কোতোয়ালিসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ প্রায় ২০টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বাংলা৭১নিউজ/এসএস