বাংলা৭১নিউজ, ঢাকা: শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ২০১৮ ও ২০১৯ মেয়াদের পরিচালনা পর্ষদের প্রথম সভা আজ সোমবার কাউন্সিলের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান সমস্যাসমূহ ও আসন্ন বাজেটে সুপারিশ প্রেরণের বিষয়ে আলোচনা করা হয়।
এসসিবি কর্তৃক গৃহীতব্য বার্ষিক কর্ম পরিকল্পনার উপরও গুরুত্বারোপ করা হয়।
হংকং এবং ম্যাকাও-এ আগামী ২৫-২৭ মার্চ অনুষ্ঠিতব্য গ্লোবাল শিপার্স এ্যালায়েন্স (জিএসএ) এবং এশিয়ান শিপার্স এলায়েন্স (এএসএ) এর সভায় শিপার্স কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে ৪(চার) সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ ছাড়াও ইউরোপিয়ান, হংকং, ইন্দোনেশিয়া ও থাই শিপার্স কাউন্সিল এবং শেন্জেন, চীন ও ম্যাকাও এসোসিয়েশন এবং আমেরিকান এসোসিয়েশন অফ এক্সপোর্টাস এন্ড ইমপোর্টাস এর প্রতিনিধিবৃন্দ যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।
সভায় শিপার্স কাউন্সিলের উদ্যোগে চট্টগ্রাম বন্দরের নানাবিধ সমস্যা ও সমাধান বিষয়ক গোল টেবিল বৈঠকের আয়োজন এবং কাউন্সিলের নিজস্ব অফিস স্পেস ক্রয়ের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান, মোঃ মুনির হোসেন এবং পরিচালকবৃন্দ আরজু রহমান ভুঁইয়া, আফসার উদ্দিন আহমেদ, এ, কে, এম, আমিনুল মান্নান (খোকন), মোহাম্মদ শাহজাহান খান, জিয়াউল ইসলাম সভায় যোগদান করেন।
বাংলা৭১নিউজ/এমএম