টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার রায়ে ২ জনের যাবজ্জীবন ও প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইসহ ১০ জনকে খালাস দিয়েছেন আদালত।
প্রায় একযুগ পর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান রোববার (০২ ফেব্রুয়ারি) বিকালে আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুইজনই পলাতক আছেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে হত্যা মামলা করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ