নির্বাচনি এজেন্ট বের করে দেয়াসহ নানা অভিযোগ তুলে তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ দেখছেন না তিনি।
এই প্রার্থী বলেন, টাকার ছড়াছিাড়তে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সারা দেশে এমন ঘটনা ঘটছেই, আমরা কিছুক্ষণ পরই সে চিত্রটা তুলে ধরবো। এখন সুষ্ঠু ভোটের পরিবেশ নেই।
রোববার সকালে নারায়ণগঞ্জের রুপসি নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তৈমুর।
তিনি বলেন, আমার লোকজনের ওপর হামলা করা হচ্ছে। কঠিন অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনি এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। ৭ দিন ধরে অভিযোগ দেয়ার পর প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
এই প্রার্থী বলেন, টাকার ছড়াছিাড়তে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সারা দেশে এমন ঘটনা ঘটছেই, আমরা কিছুক্ষণ পরই সে চিত্রটা তুলে ধরবো। এখন সুষ্ঠু ভোটের পরিবেশ নেই।
তৈমুর বলেন, চনপাড়া কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এরিয়া নির্বাচন কমিশনকে আগেই বলা হয়েছে। তারা কোনো ভূমিকা নেয়নি। আইনশৃ্ঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। নৌকা প্রার্থী টাকা বিতরণ করতেছে। সে অভিযোগের পরিপ্রক্ষিতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি আরও বলেন, নৌকার প্রার্থী সমস্ত বিশৃঙ্খলা করছে। তবে আমি নির্বাচনটা চালিয়ে যাব। আমাদের প্রত্যেক প্রার্থী নির্বাচন করবে। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী তার অঙ্গীকার কতটুকু রক্ষা করতে পারেন। নির্বাচন কমিশন কতটুকু অঙ্গীকার রক্ষা করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ