কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল রোববার ভৈরবে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পৌর বিএনপি।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শাহীন। এর আগে, সকালে ভৈরব পৌর এলাকা থেকে পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, মাজহার ও শরীফুল আলমের ব্যক্তিগত ড্রাইভার রতন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. রাসেল শেখ বলেন, বিএনপির পাঁচ নেতাকর্মীর গ্রেপ্তারের বিষয়টি জানা নেই।
উল্লেখ্য, বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে বিএনপির ২ জন নিহত এবং ১৫ পুলিশসহ শতাধিক আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় পৃথক মামলা করে। মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকেও আসামি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এআরকে