সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সগুনা ইউনিয়নের চর-কুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মোসলেম উদ্দিন একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাতিজা সাগর আহমেদ জালালকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে, শনিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল শাবল দিয়ে মোসলেম উদ্দিনকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই জালাল উদ্দিনকে আটকে রাখেন স্থানীয়রা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শাবলের আঘাতে চাচা নিহত হলে স্থানীয় সাগরকে আটকে রেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর আহমেদ জালালকে আটক করে।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ