ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স ও প্রিয়ম নিবাস এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া ও পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ইটের আঘাতে রক্তাক্ত জখম হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।
তবে এ ঘটনায় বিএনপির ১০ জন বিএনপির নেতাকর্মীও আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, সিদ্ধিগঞ্জের হিরাঝিল এলাকা থেকে মহানগর বিএনপি কয়েক শত নেতাকর্মী মহাসড়কে অবস্থানের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, আমাদের নেতাকর্মীরা মহাসড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নিতে চেয়েছিল। পুলিশ মহাসড়ক অবরুদ্ধের অজুহাত দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে আমাদের নেতাকর্মীরাও আহত হয়েছেন। এছাড়া আমাদের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এভাবে হামলা মামলা ও নেতাকর্মীদের আটক করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
বাংলা৭১নিউজ/এবি