আট কোটি নয় লাখ ৩৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সাব রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন চৌধুরী ও তার স্ত্রী মোসা. মারজাহান বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামি অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে অঢেল সম্পদ গড়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়— প্রধান আসামি মোসা. মারজাহান বেগম ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩৭টি দলিল মূলে (ক্রয়, দানপত্র এবং হেবা দলিল) মোট ৮ কোটি ৮০ লাখ ১০ হাজার ৯৫৬ টাকার স্থাবর এবং ৩ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৬০০ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১১ কোটি ৯০ লাখ ৮৮ হাজার ৫৫৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। অনুসন্ধানকালে আসামি মারজাহান বেগমের আয়কর নথি ও আয়ের উৎস সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনায় গরুর খামার, মৎস্য চাষ ও অন্যান্য ব্যবসা খাতে আয় ও ব্যয় বাদ দিলে ৮ কোটি ৯ লাখ ৩৩ হাজার ৭৩৭ টাকার সম্পদের বৈধ আয়ের উৎস বা দালিলিক সাক্ষ্য-প্রমাণ পায়নি দুদক।
দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আসামি মোশারফ হোসেন চৌধুরী তার চাকরি জীবনের উপার্জিত অবৈধ আয় দিয়ে স্ত্রীর নামে এমন অঢেল সম্পদ করেছেন। যে কারণে মামলায় স্ত্রীকে প্রধান আসামি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি