রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা

বঙ্গোপসাগরে ডাকাতি, ৪ জন জীবিত উদ্ধার, ৫ জনের লাশ সাগরে

বরগুনা প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে দস্যুদের হামলার সময় ভীত হয়ে সাগরে ঝাঁপ দিয়েছেন নয় জেলে। তাদের চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজনের লাশ ভাসছে সাগরে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এফবি মা মরিয়ম নামের একটি ট্রলার তাদেরকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন বরগুনা সদরের নলী মরখালী এলাকার শফিকুল ইসলাম (৪৭), শফিকুল মাঝি (৪৭), তালতলী উপজেলার চামুপাড়ার ইয়াসিন জোমাদ্দার (৪০) ও আব্দুল হাই (৩৭)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত জেলেদের নাম জানা যায়নি। তবে ফিরে আসা জেলেরা জানান, অন্যরা তাদের সামনেই মৃত্যুবরণ করেছেন।

উদ্ধার হওয়া জেলে ইয়াসিন জানান, ‘ডাকাত দলের তীব্র আঘাতে আমরা সাগরে পড়ে যাই। পরে দীর্ঘ ৭০ ঘণ্টা একটি বয়া ধরে ভেসে ছিলাম। এ সময় আমার হাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আমার বড় ভাই কাইয়্যুম জোমাদ্দার। এভাবে একে একে মারা যান আরো চারজন। পরে তাদের পাঁচজনকেই আমরা সাগরে ভাসিয়ে দেই। এরপর আমরা একটি জেলে ট্রলারের জালে আটকা পড়ি। তারা আমাদের ট্রলারে তুলে নেন।’

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কালমেঘা এলাকার মাকসুদ মিয়ার এফবি মা মরিয়ম ট্রলারটি সেদিন সাগরে ছিল। তারা জাল ফেলে মাছের অপেক্ষায় ছিল। এ সময় ওই জালে আটকা পড়েন সাগরে পড়ে যাওয়া জেলেরা। তখন রাত ১১টা। তাদের দেখে মরিয়ম ট্রলারের জেলেরা তুলে নেন। পরে মাছের খাল এলাকার এফবি নিশান নামের একটি ট্রলারযোগে তাদের পাথরঘাটার উদ্দেশে পাঠিয়ে দেন। বর্তমানে তারা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরো জানান, ফিরে আসা চার জেলের সামনেই ভাসমান অবস্থায় অন্যদের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, জেলেদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের শরীর এখন খুবই দুর্বল। আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। তবে দু’জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, জেলেদের উদ্ধারের ব্যাপারটি ডিসি স্যারকে জানানো হয়েছে। তাদের চিকিৎসার ব্যাপারটি উপজেলা প্রশাসন দেখছে। তাদের জন্য শুকনো খাবার ও গরম কম্বল দেয়া হবে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার এম মেহেদী হাসান জানান, বঙ্গোপসাগরে দস্যুদের হামলায় নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে। তাদের চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় একটি ট্রলারে দস্যুরা হামলা করে। এ সময় নয় জেলেকে আটকে রেখে তারা ট্রলারের মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com