সোমবার, ২০ মে ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার

আজ সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর জন্মদিন

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপলোড সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

পালিয়ে বিয়ে করেছেন,বাবা মেনে নেন নি,বিয়ের পরে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, লেখালেখির জন্য সরকারি চাকরি স্বেচ্ছায় ছেড়েছেন,নারীদের এক জন হয়ে তাদের নিজস্ব জগতের কথা, যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লেখায় শোনাতেন পাঠকদের,তিনি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য৷

শাড়ি পরতেন ক্লাস এইট থেকেই সেদিন একটু ঝকঝকে শাড়ি পরে বের হয়েছিলেন বাড়ির কারও তেমন নজর কাড়েনি।অবশ্য বন্ধুর পাঞ্জাবি ধার করে পরেছিলেন পাত্র,রেজিস্ট্রির পর দু’জনে বাড়ি ফিরে এল। পালিয়ে বিয়ে,মেয়ের এমন দুঃসাহস বাবা মেনে নেননি। পালিয়ে বিয়ে করলে যা হয়, বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। এরপরের লড়াইটা দারিদ্রের সঙ্গে এক কামরার চিলতে ঘর। দরমার পার্টিশন করা বারান্দায় রান্না। আর বাথরুম কিছুটা দূরে। ইট পাতা উঠোন পেরিয়ে টিনের চালের তলায়। অবশ্য ছোটবেলা থেকেই তিনি লিখতে ভালবাসতেন,সেই লেখার প্রথম পাঠক ছিলেন বাবা, বিয়ের পরে থেমে গিয়েছিল লেখালেখি কিন্তু সুচিত্রা ভট্টাচার্য প্রবল প্রতিভা নিয়ে সাহিত্যের আঙিনায় বিকশিত হয়ে বারেবারে পাঠককে মুগ্ধ করেছেন৷

লেডি ব্রেবোর্ন ভর্তি হয়েছিলেন কেমিস্ট্রি নিয়ে অবশ্য অল্প বয়সে মাতৃত্ব সামলাতে গিয়ে কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, বাড়ির সঙ্গে আবার যোগাযোগ হয়েছে,আবার কলেজে ভর্তি হয়েছেন,যদিও সেখানে কোনওদিন ব্যাগ থেকে খাতার বদলে মাঝে মধ্যেই বেরিয়েছে মেয়ের মোজা বা ফিডিং বোতল।

ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে ’৭৯-তে ‘ওজন ও পরিমাপ’ দফতরে চাকরি পেয়েছিল। যখন ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করতে যেতেন। তখনই প্রেমেন মামার সঙ্গে তাঁর দেখা হয়ে যায়। তাঁর উপন্যাস ‘হেমন্তের পাখি’তে রয়েছে হেমেন মামা।

লেখালেখির প্রতি সুচিত্রার ছোটবেলা থেকেই আগ্রহ থাকলেও, নিজের লেখা শুরু হয়েছিল সত্তর দশকের শেষ ভাগে। নারীদের এক জন হয়ে তাদের নিজস্ব জগতের কথা, যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথাই তিনি তাঁর লেখায় শোনাতেন পাঠকদের। মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে তাঁর লেখায়৷তাঁর গল্প উপন্যাস প্রবল জনপ্রিয়তা পায়। ‘অলীক সুখ’, ‘কাচের দেয়াল’ ইত্যাদি উপন্যাস রীতিমতো সাড়া ফেলে পাঠক মহলে৷গত শতকের সত্তরের দশকের শেষের দিকে ছোট গল্প লেখা শুরু করেন তিনি৷ আশির দশকের মাঝামাঝি থেকে উপন্যাস লেখার শুরু৷ তাঁর ছোট গল্প টিনএজারদের মধ্যে বরাবরই জনপ্রিয়, তবে ‘কাচের দেওয়াল’ জনপ্রিয়তার নিরিখে ভেঙে দিয়েছিল বয়সের সব ব্যবধান৷

সুচিত্রা ভট্টাচার্যের লেখায় পাঠক খুঁজে পায় সেইসব নারীদের যারা প্রতিদিন জিতে যায় নিজের কাছে, আপনার কাছে। প্রত্যেকেই যে যার মতো করে উড়তে চায়। কখনও একা, কখনও প্রিয় মানুষটির সঙ্গে।

লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের ‘দহন’ উপন্যাসের উপর ভিত্তি করে ১৯৯৭ সালে চিত্র-পরিচালক ঋতুপর্ণ ঘোষ নির্মাণ করেন বাংলা চলচ্চিত্র। পরবর্তীকালে তাঁর উপন্যাস থেকে তৈরি হয়েছে ‘ইচ্ছে’, ‘অলীক সুখ’, ‘প্রাক্তন’ নামক কয়েকটি বাংলা চলচ্চিত্র।

শেষ জীবনে ডান হাত ভেঙে গেলেও থামানো যায়নি, ল্যাপটপে বাঁ হাতের আঙুল দিয়ে টাইপ করে লেখালিখি করতেন অকালেই থেমেছিল তাঁর কলম,ক্ষতি হয়েছিল বাংলা সাহিত্যের৷ আজ সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের জন্মদিন

সূত্র : ডা: ইন্দ্রনীল সাহা এর ফেসবুক ওয়াল

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com