বাংলা৭১নিউজ, বাগেরহাট : বাংলাদেশ জলসীমায় সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরের ১২ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ১ হাজার ১০ মেট্রিক টন কয়লা বোঝাই এমভি আইচগাতী নামের একটি লাইটারেজ কার্গো ডুবে গেছে।আজ সকাল সাড়ে ১০টার দিকে এ জাহাজডুবি ঘটে।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃপক্ষ জানায়, ওই কার্গোর নাবিক ও ক্রুসহ ১২ জনকে বঙ্গোপসাগরে ভাসতে দেখে অপর একটি জাহাজ তাদের উদ্ধার করে মোংলায় নিয়ে এসেছে।
মোংলা কোস্ট গার্ডের মিডিয়া উইং জানায়, ইন্দোনেশিয়ার পতাকাবাহী মাদার ভেসেল এমভি লেডী মেরী কয়লা বোঝাই করে ২৪ ডিসেম্বর মংলা বন্দরের আউটার অ্যাংকরেজে আসে। দুদিন আগে এই মাদার ভেসেল থেকে বঙ্গোপসাগরে মোংলা বন্দর চ্যানেলের ১২ নম্বর বয়ার কাছে লাইটারেজ কার্গোতে কয়লা খালাসের কাজ শুরু হয়।
লাইটারেজ জাহাজটি ১ হাজার ১০ মেট্রিক টন কয়লা বোঝাই করে আজ সকাল সাড়ে ১০টার দিকে বন্দর জেটির উদ্দেশে রওয়ানা হয়। কিছুক্ষণ পর তলা ফেটে এটি সাগরে ডুবতে শুরু করে এবং দ্রুত ডুবে যায়।
লাইটারেজ কার্গোর নাবিক ও ক্রুসহ ১২ জনকে হিরন পয়েন্টে সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে ভাসতে দেখে এমভি বসুন্ধরা- ৩৭ জাহাজ তাদের উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। উদ্ধার হওয়া সব নাবিক ও ক্রু সুস্থ রয়েছেন।
বাংলা৭১নিউজ/সি